
বিএনপির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৌহার্দপূর্ণ সম্পর্ক আছে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হসপিটালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
ডা. তাহের বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বদ্ধিতা থাকবে, তবে যেনো প্রতিহিংসার পর্যায়ে না যায়। এসময় তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জুলাই সনদের কপি হাতে পেয়েছে তার দল, এতে কিছু অবজারভেশন আছে এবং তা ঐকমত্য কমিশনে আনুষ্ঠানিকভাবে জানাবে দলটি। তারপর জনগণকে জানানো হবে।
রেডিওটুডে নিউজ/আনাম