
বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। প্রথমার্ধে কর্তৃত্ব করে জাপানের জালে দুই গোল দিয়েছিল সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে তিন গোল খেয়েছে কাসেমিরোরা। এশিয়া সফরের প্রথম প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে জিতলেও দ্বিতীয় প্রীতি ম্যাচে ৩-২ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল।
জাপানের আমিনোমোতো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পরীক্ষা-নিরীক্ষায় মনোযোগ দেন ব্রাজিল কোচ আনচেলত্তি। গত ম্যাচের শুরুর একাদশে আনেন বেশ কিছু পরিবর্তন। গোলবারে বেন্তোর জায়গায় হুগো সৌজাকে খেলান। রক্ষণে এদার মিলিতাও ও গ্যাব্রিয়েল মাঘালহায়েস ছিলেন না। আক্রমণভাগের রদ্রিগো, এস্তেভাও ও কুনিয়া বিশ্রামে ছিলেন।
প্রথমার্ধে তাদের অভাব টের পায়নি ব্রাজিল। শুরুর একাদশে জায়গা পাওয়া ডিফেন্ডার পাউলো হেনরিক ২৬ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন। ওয়ান-ওয়ান খেলে ব্রুনো গিমারেজের বল ধরে জালে পাঠান তিনি। পাকুয়েতার ফাঁকায় বাড়ানো বল ধরে ৩২ মিনিটে ব্যবধান ২-০ করেন আর্সেনালে খেলা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।
দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ করে এশিয়ান ফুটবলের জায়ান্ট জাপান। ৫২ মিনিটে গোল করেন মোনাকোয় খেলা সাবেক লিভারপুল স্ট্রাইকার তাকুমি মিনামিনো। পরেই ব্রাজিল কোচ দুই পরিবর্তন আনেন। ভিনি ও মার্টিনেল্লিকে তুলে একাদশে নামান রদ্রিগো গোয়েস ও ম্যাথিউস কুনিয়াকে। মিডফিল্ডার ব্রুনো গিমারেজকে তুলে নামানো হয় জোয়েলিনটনকে।
মিডফিল্ডে গিমারেজকে তুলে নেওয়ায় যেন ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ব্রাজিল। পরেই ২-২ গোলের সমতা করে ফেলে জাপান। ৬২ মিনিটে গোল করেন কেইটো নাকামুরা। ৯ মিনিট পরই লিড নেয় জাপান। স্ট্রাইকার আয়াশি উইদা ম্যাচের স্কোরলাইন ৩-২ করে ফেলেন। ১৯ মিনিটের ব্যবধানে তিন গোল খাওয়া ব্রাজিল পরের সময়টা সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু পারেনি।
রদ্রিগোর তৈরি করা সুযোগ জাপানের রক্ষণ দেয়ালে আটকে ফিরে আসে। তরুণ বাঁ-পায়ের ফুটবলার এস্তেভাও মাঠে নেমেও সুবিধা করতে পারেননি। হেড থেকে গোল করার সুযোগ আসলেও জালে পাঠাতে পারেননি বদলি নামা স্ট্রাইকার রিচার্লিসন। হারে অবশ্য গোলরক্ষক হুগো সৌজার দায়ও আছে। পেনাল্টি ফেরানোর বিশেষজ্ঞ বলা হলেও সৌজা সহজ শট থেকে হজম করেছেন গোল।
জাপানের কাছে ব্রাজিল তাদের ফুটবল ইতিহাসে প্রথম হারের স্বাদ পেয়েছে। এর আগে দুই দল ১৩বার মুখোমুখি হয়েছিল। এর মধ্যে ১১ ম্যাচে জয় ছিল ব্রাজিলের। ওই ম্যাচগুলোতে ৩১ গোল দিয়েছিল সেলেসাওরা। হজম করেছিল মাত্র তিন গোল। এবার এক ম্যাচেই তিন গোল খেল কার্লো আনচেলত্তির কোচিংয়ে যাওয়া ব্রাজিল। ২০০১ ও ২০০৫ সালে সমতা হওয়া দুই ম্যাচে যথাক্রমে গোল শূন্য ও ২-২ স্কোরলাইন ছিল।
রেডিওটুডে নিউজ/আনাম