অধিনায়ক তামিমের সেঞ্চুরিতে সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ

রোববার,

০৯ নভেম্বর ২০২৫,

২৫ কার্তিক ১৪৩২

রোববার,

০৯ নভেম্বর ২০২৫,

২৫ কার্তিক ১৪৩২

Radio Today News

অধিনায়ক তামিমের সেঞ্চুরিতে সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৩, ৯ নভেম্বর ২০২৫

Google News
অধিনায়ক তামিমের সেঞ্চুরিতে সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ

জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। এরপর টানা দুই হারের তেঁতো স্বাদ পায় যুবা টাইগাররা। তাই সিরিজ বাঁচাতে পঞ্চম ও শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক আজিজুল হক তামিমের সেঞ্চুরিতে ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজ ২-২ সমতায় শেষ করলো লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (৯ নভেম্বর) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের পক্ষে ওসমান সাদাত করেন সর্বোচ্চ ১০৬ বলে ৬৮ রান। এছাড়া অধিনায়ক মাহবুব খান ৪০ ও উজিরুল্লাহ নিয়াজি করেন ৩২ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৪১ রানের মধ্যে জোড়া উইকেট হারায় স্বাগতিকরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ দল।

তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করতে থাকেন অধিনায়ক আজিজুল তামিম। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। জয় থেকে ২ রান দূরে থাকতে ১১৮ বলে ১০০ রান করে সাজঘরে ফিরে যান অধিনায়ক তামিম। নতুন ব্যাটার স্বাধীন এসে প্রথম বলেই চার মেরে দলের জয় নিশ্চিত করেন।    

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের