মঙ্গলবার,

১৯ আগস্ট ২০২৫,

৩ ভাদ্র ১৪৩২

মঙ্গলবার,

১৯ আগস্ট ২০২৫,

৩ ভাদ্র ১৪৩২

Radio Today News

রামুতে ১০ হাজার ২শ’ পিস ইয়াবাসহ বিজিবির জালে রোহিঙ্গা নারী

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৪, ২৯ জুলাই ২০২৫

Google News
রামুতে ১০ হাজার ২শ’ পিস ইয়াবাসহ বিজিবির জালে রোহিঙ্গা নারী

কক্সবাজারের রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি)র আওতাধীন গোয়ালিয়া চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার ২শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২৮ জুলাই (রোববার) সকাল সাড়ে ১১টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গোয়ালিয়া চেকপোস্টে একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে যাত্রী রোহিঙ্গা নারী নজুমা বেগম (৩৫) এর শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক নারী কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৪ ব্লকের বাসিন্দা এবাদুল্লাহর স্ত্রী।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, রামু ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা ও মাদকদ্রব্য দমনে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। আটক নারী কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ধরনের মাদক পাচার রোধে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। সীমান্ত এলাকায় কেউ মাদক কারবারে জড়িত থাকলে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি। বিজিবি সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে ব্যবস্থা নেবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এদিকে স্থানীয় সচেতন মহলের দাবী, প্রতিবারই ইয়াবাসহ ধরা পড়ে শুধু বাহকরা। কিন্তু এর পেছনে যে শক্তিশালী গডফাদার চক্র কাজ করছে, তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আটকদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গডফাদারদের নাম বের করে চক্রটি সম্পূর্ণভাবে নির্মূল করা জরুরি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের