জুলাই গণঅভ্যুত্থানের ছবি খাগড়াছড়ির দাবি করে অপপ্রচার: বাংলাফ্যাক্ট

মঙ্গলবার,

২৮ অক্টোবর ২০২৫,

১৩ কার্তিক ১৪৩২

মঙ্গলবার,

২৮ অক্টোবর ২০২৫,

১৩ কার্তিক ১৪৩২

Radio Today News

জুলাই গণঅভ্যুত্থানের ছবি খাগড়াছড়ির দাবি করে অপপ্রচার: বাংলাফ্যাক্ট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:৩৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫

Google News
জুলাই গণঅভ্যুত্থানের ছবি খাগড়াছড়ির দাবি করে অপপ্রচার: বাংলাফ্যাক্ট

চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানকালে তোলা অস্ত্রধারী আওয়ামী কর্মীর পুরোনো ছবি খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনার দাবি করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, খাগড়াছড়িতে সেনাবাহিনীর সামনে সেটেলার বাঙালিরা প্রকাশ্যে জুম্মদের ওপর গুলি চালাচ্ছে।

তবে যাচাই করে বাংলাফ্যাক্ট নিশ্চিত করে, ছবিটি খাগড়াছড়ির নয়। এটি ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে আন্দোলনকারীদের ওপর আওয়ামী সমর্থিত অস্ত্রধারীর গুলিবর্ষণের ছবি।

রিভার্স ইমেজ সার্চে ছবিটি ২০২৪ সালের ৫ আগস্ট ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়। ‘প্রো আওয়ামী লীগ ম্যান ফায়ার্স অ্যাট এন্টি ডিসক্রিমিনেশন প্রটেস্টরস’ শিরোনামের সেই প্রতিবেদনে প্রকাশিত ছবিটির সঙ্গে আলোচিত ছবিটির মিল রয়েছে। 

ছবির ক্যাপশনে উল্লেখ ছিল, এটি চট্টগ্রামের এনায়েতবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার দৃশ্য। একই তথ্য নিশ্চিত করেছে দৈনিক দেশ রূপান্তরের ওয়েবসাইটেও প্রকাশিত প্রতিবেদন।

বাংলাফ্যাক্ট বলছে, খাগড়াছড়ির ঘটনার নামে যে পুরোনো ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, যা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে বাংলাফ্যাক্ট নিয়মিত কাজ করছে এবং যাচাই করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের