এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি: স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা

সোমবার,

১৯ জানুয়ারি ২০২৬,

৫ মাঘ ১৪৩২

সোমবার,

১৯ জানুয়ারি ২০২৬,

৫ মাঘ ১৪৩২

Radio Today News

যখন তোমার কেউ ছিলোনা তখন ছিলাম আমি

এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি: স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫২, ১১ জানুয়ারি ২০২৬

Google News
এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি: স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ''৯০ এর গণঅভ্যুত্থান এবং ২৪ এর গণঅভ্যুত্থান সবই সাধারণ মানুষের রক্ত দিয়ে তৈরি। ২৪ এর ৫ আগস্ট রাজপথে সাধারণ মানুষ আমার বাইরে আমার দলের আর কোনো নেতাকে দেখেনি। তাই বলি- ‘যখন তোমার কেউ ছিলোনা তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি।'' 

শনিবার রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে নির্বাচনী অফিস উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি থেকে সদ্যবহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি কোনো দলের, কোনো গোষ্ঠীর বা কোনো স্বার্থন্বেষী মহলের আপন নই! কারণ আমি আমার মাটির মানুষের আপন। তাদের মুখের দিকে তাকিয়েই আমি জীবনকে বাজি ধরেছি।' তিনি বলেন, 'যারা কিছুদিন আগেও কচু ক্ষেতের তলায় ছিলো, হ্যাজেক বাতি দিয়েও খুঁজে পাওয়া যেত না, তারা এখন আমার নেতাকর্মীকে মামলার ভয় দেখায়। ১৫ মাসে এতো চর্বি হয়েছে যে, আমার নেতাকর্মীদের হুমকি দেয়।

শেখ হাসিনার মতো শক্তিশালী প্রশাসনকে এক মুহূর্তের জন্য ভয় পাইনি' উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। তাই ব্যালট বাক্স ভরে কোনো বিশেষ মার্কাকে জয়ী করার সুযোগ নেই। কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীর গায়ে টোকা দেওয়ার আগে আমার মতো প্রার্থীকে জবাব দিয়ে যেতে হবে।

জনগণ আমার পাশে আছে বলেই শত প্রতিকূলতার মাঝে নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছি' উল্লেখ করে ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেন, '৫২ এর ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদার করেনি, সেই আন্দোলন করে কিছু ছাত্র ও সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের মধ্যে আমার বাবা অন্যতম। তাদের আত্মত্যাগেই ছিলো বায়ান্নর ভাষা আন্দোলন, যে আন্দোলনে গণমানুষের দাবি জয় লাভ করে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের