বাংলাদেশ-মায়ানমার সীমান্তে সীমান্তে মাইন বিস্ফোরণে বৃদ্ধের পা বিচ্ছিন্ন

বুধবার,

২৯ অক্টোবর ২০২৫,

১৩ কার্তিক ১৪৩২

বুধবার,

২৯ অক্টোবর ২০২৫,

১৩ কার্তিক ১৪৩২

Radio Today News

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে সীমান্তে মাইন বিস্ফোরণে বৃদ্ধের পা বিচ্ছিন্ন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৬, ৮ নভেম্বর ২০২৪

আপডেট: ২২:২৭, ৮ নভেম্বর ২০২৪

Google News
বাংলাদেশ-মায়ানমার সীমান্তে সীমান্তে মাইন বিস্ফোরণে বৃদ্ধের পা বিচ্ছিন্ন

বান্দরবানে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে মায়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে এক বৃদ্ধের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ভাজাবনিয়াস্থ সীমান্তের জিরো লাইনে এই দুর্ঘটনা ঘটে।

আহতের নাম নুরুল হক। তিনি রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, জুমার নামাজের আগে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি (এএ) সীমান্তের জিরো লাইনের চলাচলের রাস্তার বিভিন্ন জায়গায় মাইন বসিয়ে চলে যায়। পরে দুপুরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

নুরুল হককে হাসপাতালে নিয়ে আসা আনু নামে এক ব্যক্তি জানান, দুপুর দুইটার দিকে মাইন বিস্ফোরণ ঘটে । পরে ঘটনাস্থল থেকে আমরা কয়েকজনে তাকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করি। ওই বৃদ্ধ নিজেকে রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছেন।  

নাইক্ষ্যংছড়ির থানার অফিসার ইনচার্জ মাসরুরুল হক ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ মুঠোফোনে জানান, আহত বৃদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের