শুক্রবার,

০২ মে ২০২৫,

১৯ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০২ মে ২০২৫,

১৯ বৈশাখ ১৪৩২

Radio Today News

ইউপিডিএফের ‘গোপন আস্তানা’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪১, ৭ মার্চ ২০২৫

Google News
ইউপিডিএফের ‘গোপন আস্তানা’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রাঙ্গামাটির কাউখালি উপজেলায় অভিযান চালিয়ে সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ‘গোপন আস্তানার’ সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ওই আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

শুক্রবার সকালে এই অভিযান চালানো হয়। বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান সদর জোনের কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ জুনাইদ উদ্দীন শাহ চৌধুরী। এসময় রাঙামাটি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদ খান উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে সংগঠনটির গোপন আস্তানা থেকে একটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, একটি বাইনোকুলার, কয়েকটি ওয়াকিটকি সেট, একটি হার্ডডিস্ক, ইউনিফর্ম, চাঁদা আদায়ের রসিদ, বিপ্লবী লাল বইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি সেনাবাহিনী।  

লে. কর্নেল মুহাম্মদ জুনাইদ উদ্দীন শাহ চৌধুরী জানান, ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাউখালি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে তাদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় অভিযান বাধাগ্রস্ত করতে ইউপিডিএফ কিছু সংখ্যক পাহাড়ি মহিলা দ্বারা বিক্ষোভ প্রদর্শনের অপচেষ্টা করে। 

পাহাড়ের শান্তি বিনষ্টকারী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদানকারী সকল সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। 

এ ঘটনায় কাউখালি থানায় মামলা পক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সরদ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদ খান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের