শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরাইল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৪, ৬ আগস্ট ২০২১

আপডেট: ১৭:৩৩, ৬ আগস্ট ২০২১

Google News
দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরাইল

ফাইল ছবি

লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এর আগে ওই এলাকায় ব্যাপকভাবে কামানের গোলাবর্ষণ করেছে ইহুদিবাদী সেনারা।

বুধবার (৫ আগস্ট) ইসরাইলের অভ্যন্তরে লেবানন থেকে তিনটি রকেট হামলা হয়েছে বলে দাবি করে ইসরাইল এই ব্যাপক বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ করল।

ফিলিস্তিনের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, আজ সকালের দিকে ইসরাইলি বিমান থেকে দক্ষিণ লেবাননে হামলা চালানো হয়। হামলার কথা নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। তারা দাবি করেছে, দক্ষিণ লেবাননের যেসব এলাকাকে রকেট উৎক্ষেপণের লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হচ্ছিল সেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। বিমান হামলার আগে ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননে কামানের অন্তত ১০০ রাউন্ড গোলাবর্ষণ করে।

এর আগে গত মে মাসে ইহুদিবাদী ইসরাইল যখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাচ্ছিল তখন লেবানন থেকে ইসরাইল অভিমুখে কয়েকটি রকেট ছোঁড়া হয়।

উল্লেখ্য যে, ১৯৬৭ সালের পর থেকে লেবানন এবং ইহুদিবাদী ইসরাইল কার্যত যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রয়েছে। ওই বছর আরব-ইসরাইল যুদ্ধের সময় ইহুদিবাদীরা লেবাননের শেবা ফার্ম এলাকা দখল করে নেয়। পার্সটুডে

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের