
চীনে বিরল রোগের চিকিৎসায় মেডিকেল ইনস্যুরেন্সের কভারেজ বাড়ানো হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ‘চায়না কনফারেন্স অন রেয়ার ডিজিজেস-২০২৫’ এ জানানো হয়, বিরল রোগের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ২০৭টি রোগ। পাশাপাশি প্রায় ১০০টি রোগের ওষুধ মেডিকেল ইনস্যুরেন্স তালিকায় যুক্ত হয়েছে, যা ৪২ প্রকার রোগকে প্রতিরোধ করতে সক্ষম।
চীনে বিরল রোগের ওষুধ সরবরাহে ‘ডুয়াল-চ্যানেল’ ব্যবস্থা চালু হয়েছে, যার ফলে রোগীরা হাসপাতাল ছাড়াও ফার্মেসি থেকে ওষুধ কিনতে পারবেন এবং ইনস্যুরেন্স সুবিধা পাবেন।
চীনের জাতীয় স্বাস্থ্যসুরক্ষা নিরাপত্তা প্রশাসনের কর্মকর্তা হুয়াং শিনইউ বলেন, হাসপাতালে ওষুধের অন্তর্ভুক্তি বাড়ানো হচ্ছে। পাশাপাশি ফার্মেসি থেকে সহজে ওষুধ পাওয়ার সুযোগ তৈরি করেছি।
রেডিওটুডে নিউজ/আনাম