শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫,

১৮ আশ্বিন ১৪৩২

শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫,

১৮ আশ্বিন ১৪৩২

Radio Today News

তাইওয়ানের লিন ছিয়া-লুংয়ের যুক্তরাষ্ট্র সফরকে চীনের নিন্দা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:২৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫

Google News
তাইওয়ানের লিন ছিয়া-লুংয়ের যুক্তরাষ্ট্র সফরকে চীনের নিন্দা

তাইওয়ানের তথাকথিত “বিদেশ বিষয়ক” প্রধান লিন ছিয়া-লুংকে নিউইয়র্ক সফরের অনুমতি দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র নিন্দা ও কঠোর বিরোধিতা জানিয়েছে চীন।

বৃহস্পতিবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সময় তাইওয়ানের তথাকথিত “বিদেশ বিষয়ক” প্রধান লিন ছিয়া-লুংয়ের নিউইয়র্ক সফর যুক্তরাষ্ট্র তাইওয়ান বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে উসকে দেওয়ার এক প্রকাশ্য মঞ্চ তৈরি করেছে। এটি চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ এবং এক-চীন নীতি ও চীন-যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন।

কুও চিয়াখুন সতর্ক করে দিয়ে বলেন, যারা এখনও তাইওয়ানের সঙ্গে তথাকথিত কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, তাদের উচিত বাস্তবতা অনুধাবন করা এবং তাইওয়ান বিচ্ছিন্নতাবাদীদের ফাঁদে না পড়া। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের