শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫,

১৮ আশ্বিন ১৪৩২

শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫,

১৮ আশ্বিন ১৪৩২

Radio Today News

চীনের কুইচৌ প্রদেশে বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন  

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৭, ৩০ সেপ্টেম্বর ২০২৫

Google News
চীনের কুইচৌ প্রদেশে বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন  

বিশ্বের সর্বোচ্চ সেতু "হুয়াচিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ" যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশে অবস্থিত এই সেতু রোববার সকালে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।    

সংশ্লিষ্টরা জানায়, তিন বছরের নির্মাণকাজ শেষে চালু হওয়া এই সেতুটি গভীর ক্যানিয়ন অতিক্রমের সময় দুই ঘণ্টা থেকে কমিয়ে মাত্র দুই মিনিটে নিয়ে এসেছে। 

বেইপান নদীর ওপর নির্মিত এই সেতুটি নদী থেকে ৬২৫ মিটার উঁচুতে অবস্থিত, যা সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের প্রায় নয় গুণ উঁচু। ১ হাজার ৪২০ মিটার মূল স্প্যান নিয়ে এটি বিশ্বের দীর্ঘতম স্টিল ট্রাস গার্ডার সাসপেনশন ব্রিজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের