ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ বলেছেন, ‘চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যার সঙ্গে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হবে। এ লক্ষ্যে আমাদের চৌকস তদন্ত দল কাজ করছে। অপরাধী সেটা ব্যক্তি হোক বা সংগঠন হোক— চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রামে আইনজীবী সাইফুলের স্বাজনদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমরা নিহত সাইফুলের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’
তিনি বলেন, ‘আমাদের গুজব থেকে সতর্ক থাকতে হবে। শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্য যাতে নষ্ট না হয়, সে ক্ষেত্রে সজাগ থাকতে হবে। দেশের পরিস্থিতি খারাপ করতে একটি গোষ্ঠী তৎপর।’ তাদের থেকে সাবধান থাকার আহ্বান জানান তিনি।
এ সময় ধর্ম মন্ত্রণালয়ের অধীনে চ্যারিটি সংস্থা আল-হাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে অ্যাডভোক্যাট সাইফুল ইসলামের জন্য এক কোটি টাকার একটি ফান্ড তৈরি করা হবে বলে জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ। তারই অংশ হিসেবে আজ ১ লাখ টাকা সাইফুলের পরিবারকে দেওয়া হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

