ফের গ্রেপ্তার হলেন ইভ্যালির রাসেল-শামীমা

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৭ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৭ মাঘ ১৪৩২

Radio Today News

ফের গ্রেপ্তার হলেন ইভ্যালির রাসেল-শামীমা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪২, ২০ জানুয়ারি ২০২৬

Google News
ফের গ্রেপ্তার হলেন ইভ্যালির রাসেল-শামীমা

ই-কমার্স প্ল্যাটফরম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে ফের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে ডিবির একটি দল রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বলে ধানমণ্ডি থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন। 

তিনি জানান, ডিবি থেকে গ্রেপ্তারের বিষয়টি তাদের জানানো হয়েছে।

ডিবি সূত্র জানায়, ধানমণ্ডি, কাফরুল এবং সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন এবং মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।এর মধ্যে শুধু ধানমণ্ডি থানাতেই শতাধিক পরোয়ানা জারি আছে।

এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। শামীমা ২০২২ সালের এপ্রিলে এবং রাসেল ডিসেম্বরে জামিনে মুক্তি পান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের