
সংগৃহীত ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থীরা। সহপাঠীর মৃত্যুর ঘটনায় প্রকৃত আসামির বিচারের দাবিতে মতিঝিলের শাপলা চত্বরের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এ বিক্ষোভে অংশ নেয়। এতে করে গতকালের ন্যায় আজও সড়কে যানচলাচলে স্থবিরতা নেমে এসেছে। সপ্তাহের শেষ কার্য দিবসে সড়কের এমন অবস্থায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
এর আগে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে তারা কলেজের সামনে জড়ো হন। এরপর সাড়ে ১১টা নাগাদ তারা শাপলা চত্বরের সড়কে অবস্থান নেন। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে ঘটনার প্রকৃত আসামির গ্রেফতার ও দ্রুত বিচার দাবি করেন।
শিক্ষার্থীরা বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে রাস্তায় বসে পড়ে। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- মানুষসহ সড়কের সব প্রাণীর নিরাপত্তা দিতে হবে, ২০১৮ সালের নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে হবে, নাঈমের (গাড়ি চাপায় নিহত) পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
এদিকে ওই ঘটনায় বিচারের দাবিতে গুলিস্তানের সড়কে অবস্থান নিয়েছেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরাও। তাদের অবস্থানের কারণে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে মতিঝিলসহ আশপাশের সড়কগুলো যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে এসে সড়কের এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে নগরবাসীর।
রেডিওটুডে নিউজ/এমএস/এসএস