মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪,

২৫ অগ্রাহায়ণ ১৪৩১

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪,

২৫ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

দেশের জনগণ বিএনপির সাথে নেইঃ জাহাঙ্গীর কবির নানক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০২৩

Google News
দেশের জনগণ বিএনপির সাথে নেইঃ জাহাঙ্গীর কবির নানক

বক্তব্য রাখছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর  কবির নানক বলেছেন, বাংলাদেশের জনগণ বিএনপির সাথে নেই। অতীতেও ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। আগামী নির্বাচন সাংবিধানিক নিয়মে হবে। আবারও বাংলার জনগণ শেখ হাসিনার পক্ষে থাকবেন। উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করবেন।

শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহবায়ক জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিনের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর  কবির নানক এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার আছে বলেই দেশে গণতন্ত্র রয়েছে। ভোট ও ভাতের অধিকার রয়েছে। বিএনপি দেশকে জঙ্গিবাদের সৃষ্টি করেছে। হাওয়া ভবনে বসে তারেক জিয়া দেশ লুটেপুটে খেয়েছে। এখন লন্ডনে বসে ষড়যন্ত্র করছে। কোনো লাভ হবে না ষড়যন্ত্র করে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে।

উপজেলা আওয়ামীলীগের আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী।

এই সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউল্লাহ মন্ডল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান, কেন্দ্রীয় তাঁতীলীগের সভাপতি খগেন্দ্র চন্দ্র দেবনাথ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল আলম খান, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক মো.শরীফ হোসেন খান কনক, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.কামরুল ইসলাম প্রমুখ।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের