
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার দুপুরে বাঙ্গালি অধ্যুষিত কপিনস ক্রসিং রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন, ৬১ বছর বয়সী শহীদুল ইসলাম, তার স্ত্রী রাজিয়া সুলতানা ও তাদের ছেলে রনি। সম্প্রতি, ওমরাহ্ পালন শেষে ট্যুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়ায় ঘুরতে যান তারা।
জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। লাল রঙের টয়োটায় ছিলো বাংলাদেশি ওই পরিবার। ঘটনাস্থলেই ৩ জন মারা যান। পরে গাড়ির পেছনের দরজা কেটে তাদের বের করে আনা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি হজ পালন শেষে ট্যুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়ায় এসেছিলেন তারা। পরিবারের বড় ছেলে অস্ট্রেলিয়াপ্রবাসী আনোয়ার জাহিদ একজন চিকিৎসক। তার বাবা শহীদুল ইসলাম বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা ও মা রাজিয়া সুলতানা একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ছিলেন। মর্মান্তিক এ দুর্ঘটনার সংবাদে শোকের ছায়া নেমেছে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে।
রেডিওটুডে নিউজ/মুনিয়া