শিক্ষায় এআই নীতিমালা দিল সিংহুয়া বিশ্ববিদ্যালয়

শনিবার,

২৯ নভেম্বর ২০২৫,

১৪ অগ্রাহায়ণ ১৪৩২

শনিবার,

২৯ নভেম্বর ২০২৫,

১৪ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

শিক্ষায় এআই নীতিমালা দিল সিংহুয়া বিশ্ববিদ্যালয়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩১, ২৮ নভেম্বর ২০২৫

Google News
শিক্ষায় এআই নীতিমালা দিল সিংহুয়া বিশ্ববিদ্যালয়

চীনে পড়াশোনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের নতুন নীতিমালা দিয়েছে সিংহুয়া বিশ্ববিদ্যালয়। এতে গবেষক-শিক্ষার্থীদের জন্য এআই দিয়ে লেখা, নকল, তথ্য জালিয়াতি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

নীতিমালায় বলা হয়, এআই কেবল সহায়ক প্রযুক্তি। মূল দায়িত্ব শিক্ষক ও শিক্ষার্থীর। গবেষকদের নিজেদের কাজ নিজেকেই করতে হবে এবং সুপারভাইজররা শিক্ষার্থীদের এআই ব্যবহারে পরিষ্কার নির্দেশনা দেবেন ও মৌলিকতা যাচাই করবেন।

সংবেদনশীল বা অনুমতি ছাড়া তথ্য এআই মডেলে ব্যবহার করা যাবে না বলেও জানানো হয় নীতিমালায়। এআই-এর ভুল এড়াতে বহুমাত্রিক যাচাইয়ের ওপরও জোর দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, শিক্ষকরা কোর্স অনুযায়ী এআই ব্যবহারের নিয়ম ঠিক করবেন। এআই-নির্ভর শিক্ষাসামগ্রীও তদারকি করবেন তারা।

২৫টি বিশ্ববিদ্যালয়ের ৭০টি এআই নীতিমালার বৈশ্বিক পর্যালোচনা এবং শতাধিক শিক্ষার্থী-শিক্ষকের সাক্ষাৎকার নিয়ে এই নীতিমালা তৈরি করেছে সিংহুয়া বিশ্ববিদ্যালয়।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের