চীনে পড়াশোনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের নতুন নীতিমালা দিয়েছে সিংহুয়া বিশ্ববিদ্যালয়। এতে গবেষক-শিক্ষার্থীদের জন্য এআই দিয়ে লেখা, নকল, তথ্য জালিয়াতি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
নীতিমালায় বলা হয়, এআই কেবল সহায়ক প্রযুক্তি। মূল দায়িত্ব শিক্ষক ও শিক্ষার্থীর। গবেষকদের নিজেদের কাজ নিজেকেই করতে হবে এবং সুপারভাইজররা শিক্ষার্থীদের এআই ব্যবহারে পরিষ্কার নির্দেশনা দেবেন ও মৌলিকতা যাচাই করবেন।
সংবেদনশীল বা অনুমতি ছাড়া তথ্য এআই মডেলে ব্যবহার করা যাবে না বলেও জানানো হয় নীতিমালায়। এআই-এর ভুল এড়াতে বহুমাত্রিক যাচাইয়ের ওপরও জোর দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, শিক্ষকরা কোর্স অনুযায়ী এআই ব্যবহারের নিয়ম ঠিক করবেন। এআই-নির্ভর শিক্ষাসামগ্রীও তদারকি করবেন তারা।
২৫টি বিশ্ববিদ্যালয়ের ৭০টি এআই নীতিমালার বৈশ্বিক পর্যালোচনা এবং শতাধিক শিক্ষার্থী-শিক্ষকের সাক্ষাৎকার নিয়ে এই নীতিমালা তৈরি করেছে সিংহুয়া বিশ্ববিদ্যালয়।
রেডিওটুডে নিউজ/আনাম

