মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

Radio Today News

রিমান্ডে অসুস্থ পলক, হাসপাতালে ভর্তি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১০, ১০ নভেম্বর ২০২৪

আপডেট: ১৪:১১, ১০ নভেম্বর ২০২৪

Google News
রিমান্ডে অসুস্থ পলক, হাসপাতালে ভর্তি

সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রাবাড়ী থানার একটি মামলায় সাবেক এই প্রতিমন্ত্রীকে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর রিমান্ডে নেওয়া হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। 

যাত্রাবাড়ী থানার এসআই মোজাহিদুল ইসলাম বলেন, চার দিনের রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে বিকেলে থানায় নেওয়া হয়। সন্ধ্যার পর তিনি হঠাৎ করে অসুস্থ বোধ করেন। বুকের ব্যথার কথা জানালে রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা মেডিসিন বিভাগে তাকে ভর্তি করেন। 

গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালক হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর অন্য মামলায়ও গ্রেপ্তার দেখানো হয় তাকে, নেওয়া হয় আবারও রিমান্ডে। 

যাত্রাবাড়ী থানার ওসি ফারুক আহমেদ বলেন, আজকে (৯ নভেম্বর) অন্য একটি মামলায় আদালতে তোলা হয় পলককে। পরে আদালত থেকে আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় তাকে থানায় নিয়ে আসা হয়েছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের