দক্ষিণ-পশ্চিম সিছুয়ান প্রদেশের সিছাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে নতুন যোগাযোগ প্রযুক্তির একটি পরীক্ষামূলক স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠিয়েছে চীন। শুক্রবার সন্ধ্যায় লং মার্চ-৩বি ক্যারিয়ার রকেটে শিইয়ান-২১ স্যাটেলাইটটি নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।
যোগাযোগ, রেডিও ও টেলিভিশন সেবা, ডেটা ট্রান্সমিশনসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হবে শিইয়ান-২১। পাশাপাশি সংশ্লিষ্ট নতুন প্রযুক্তির পরীক্ষা ও যাচাই করতেও ভূমিকা রাখবে।
এ উৎক্ষেপণের মাধ্যমে লং মার্চ সিরিজের মোট ফ্লাইট মিশনের সংখ্যা দাঁড়ালো ৬০৯-এ।
রেডিওটুডে নিউজ/আনাম

